Logo

আন্তর্জাতিক    >>   ছেলেকে ক্ষমা করলেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন

ছেলেকে ক্ষমা করলেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন

ছেলেকে ক্ষমা করলেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ছেলে হান্টার বাইডেনকে রাষ্ট্রীয় ক্ষমা দিয়েছেন। আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হলেও ছেলেকে ক্ষমা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। কিন্তু দায়িত্ব ছাড়ার আগে তিনি এ প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। স্থানীয় সময় রবিবার (১ ডিসেম্বর) বাইডেন এক বিবৃতিতে এ ক্ষমা ঘোষণা করেন।

বাইডেন বলেন, “আজ, আমি আমার ছেলে হান্টারের জন্য রাষ্ট্রীয় ক্ষমার অনুমোদনপত্রে স্বাক্ষর করেছি। দায়িত্ব গ্রহণের দিন থেকেই আমি বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তা রক্ষা করেছি। কিন্তু আমি দেখেছি, শুধুমাত্র পরিবারের নামের কারণে আমার ছেলেকে অন্যায়ভাবে বিচারের মুখোমুখি হতে হয়েছে। এটি সঠিক ছিল না।”

তিনি আরও বলেন, “যে কেউ হান্টারের মামলার তথ্য পর্যালোচনা করলে বুঝতে পারবেন, তাঁকে উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটা শুধু আমার ছেলে হওয়ার কারণে ঘটেছে। এটি সুষ্ঠু বিচারব্যবস্থার ব্যর্থতা।”

৫৪ বছর বয়সী হান্টার বাইডেন ২০২৩ সালের জুনে মাদকাসক্ত অবস্থায় অস্ত্র রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হন। একই বছর সেপ্টেম্বরে কর ফাঁকির অভিযোগে দায় স্বীকার করেন। এসব মামলায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়নি। যদিও ১৭ বছরের কর ফাঁকি ও ২৫ বছরের বন্দুক মামলার সাজা ঘোষণা করার কথা ছিল। কিন্তু বাইডেন তাঁর প্রেসিডেন্ট ক্ষমতা ব্যবহার করে হান্টারের সমস্ত সাজা মওকুফ করেন।

এর আগে বাইডেন বারবার বলেছিলেন, তিনি বিচার বিভাগের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবেন না এবং ছেলেকে ক্ষমা করবেন না। কিন্তু শেষ মুহূর্তে ক্ষমা ঘোষণা করার কারণে তাঁর অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে। বিরোধী দলগুলো বলছে, বাইডেন বিচার বিভাগের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছেন।

কংগ্রেসের বিরোধী সদস্যরা অভিযোগ করেছেন, বাইডেন রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই ক্ষমা দিয়েছেন। বাইডেনের মতে, কংগ্রেসে বিরোধী দলগুলো উসকানি দিয়ে তাঁর ছেলের বিরুদ্ধে মামলা করেছে, যা সুষ্ঠু বিচারের ব্যর্থতা হিসেবে উল্লেখযোগ্য।

মার্কিন প্রেসিডেন্টদের ক্ষমা প্রদর্শনের নজির নতুন নয়। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাঁর সৎ ভাইকে কোকেন সংক্রান্ত মামলায় ক্ষমা করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পও কর ফাঁকির মামলায় তাঁর বেয়াইকে ক্ষমা করেছিলেন। তবে বাইডেনের ক্ষেত্রে এটি বিশেষভাবে বিতর্কিত কারণ তিনি ক্ষমা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

হান্টার বাইডেন জো বাইডেনের দ্বিতীয় সন্তান। ১৯৭২ সালে সড়ক দুর্ঘটনায় তাঁর মা নেইলি হান্টার ও ছোট বোন নাওমি মারা যান। এরপর বড় ভাই বিউ বাইডেন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ২০১৫ সালে।

বাইডেনের এই ক্ষমা যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা এবং প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। ক্ষমা প্রদানের সিদ্ধান্ত তাঁর প্রতিশ্রুতির বিপরীত হওয়ায় রাজনৈতিক প্রতিক্রিয়ার পাশাপাশি এটি নৈতিক প্রশ্নও উত্থাপন করেছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert